বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩৯ পূর্বাহ্ন
দিনাজপুর শহরের রামনগর পাগলার মোড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ইয়াবাসহ মেহদী হাসান জীবন( ৩০) নামে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ গতকাল ২৩ জানুয়ারী শনিবার রাত সাড়ে ৭ টায় পুলিশ সুপার কার্যালয় এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মেহেদি হাসান জীবন দিনাজপুর শহরের রামনগর পাগলার মোড় এলাকার হবিবর রহমানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল করিম জানান শনিবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিওিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ ইমাম জাফরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মেহদি হাসান জীবনের বাড়ী থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ১শত ৮৪ বোতল যৌন উত্তেজক রেস সিরাপ উদ্ধার করে।
আটক মাদক ব্যবসায়ী মেহদি হাসান জীবনের বিরুদ্ধে এর আগে আরও ৫ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।